গতকাল যে বন্ধু ছিল,
সকাল হতেই সে মুখ দেখা বন্ধ করেছে
এই অবস্থায় মাথার ওপর এসে বসল একটা কাক
যেন হঠাৎ করে বিকেল নেমে এল শরীরে
অথচ আমার তো শুকনো পাতার মতো শরীর
একটু অসাবধান হলে সহজেই আগুন লাগে
জানি না, কল্পনায় কিভাবে এতদূর এলাম!
ভালোবাসি বলে রোজ তোমাকে বহন করি
আরও বেশি প্রেমিক করে তুলি নিজেকে
ছবি : চিত্রদীপ দাশ