অনুগ্রহ করে এই লেখাটির মূল্যায়ন করুন
শেষমেষ বৃষ্টি নামলো
ছাদ নেই
চিলেকোঠা, মাঠ, তালবাগান
পদ্মদীঘি – এসব কিছুই নেই
তবুও জানালা আছে
জানালার গ্রিল
শহরের রাস্তারা
সোদা গন্ধ
ভেজা মৌসুমী
ট্র্যাফিক লাইট
আর ভেজা ভেজা হাওয়ায়
কালো মেঘ মাথায় নিয়ে
তোমার আসা যাওয়া
আমার শহর ছেড়ে যাওয়ার দিন
তুমি এলে ভেজা পায়ে
ছবি: তাপস কুমার রায়