ধারালো
অনুগ্রহ করে এই লেখাটির মূল্যায়ন করুন

দাড়ি কেটে ফেলে দেওয়া ব্লেড
নর্দমার নাভি থেকে ডাক দিলো
‘হেই ব্রাদার,এইভাবে,
সারাগায়ে ধার নিয়ে
অকারণ শুয়ে থাকা
কী ভীষণ অশ্লীল বলো !
তার চেয়ে নিয়ে চলো
যতদূর জানি মরিচার ক্ষেত
ছুঁয়েছে খানিক তোমাকেও
নিয়ে চলো, দোঁহে যদি হয় কোনও কাজ’

চিত্রদীপ দাশের ছবি

এরপরের কাহিনি
তেমন বলার কিছু নয়

আমার সমস্ত ঘুমন্ত লেখা
মাঝরাতে কাটা পড়ে পাতার গলিতে
আমাদের দুই কাঠা শরিকি জমিতে
ভিতপুজো করে আসে…
পাড়ার উঠতি প্রতিভা, ছদ্মনাম ‘ভয়’ !

ছবি: চিত্রদীপ দাশ