প্রায়শ্চিত্ত
4/5 - (1 vote)

চিত্রদীপ দাশের ছবি

ঠিক কোন সুখের জন্য এতো আয়োজন, বিরহ-সন্তাপ
নিজেরি ভুবনের মাঝে অন্য অনেক ভুবন গড়ে তোলা
কতো কি সইবার থেকে গেছে,বাকি রয়ে গেছে কথোপকথন
কোথায় রাখি বলো আত্মসুখ, নিজেকেই ডোবাই কোথায়?

অনেক ঘাট সাঁতরে ওঠার পরেও ভুল হয়ে যায় ভাসানে
স্রোত বুঝি জারিত জীবনের শিখা,বহুধা ঘাতক বেশ তার
নিরন্তর অনুশাসন ঘটে ঘটে যায় জীবনের অসম্পূর্ণ প্রয়াসে।

একটি পাপের জন্য রোপিত হয়ে গেছে শত অভিশাপের গাছ
আর মনে রেখো না প্ৰিয়!প্রায়শ্চিত্তে মন সদাচারী বনবাসী হোক।

ছবি: চিত্রদীপ দাশ