প্রজ্ঞা
5/5 - (1 vote)

চিত্রদীপ দাশের ছবি


যা-কিছু বলা হবে, মিথ্যা।
প্রশ্ন করো
এই জ্ঞান যুগপৎ মিথ্যা ও ক্ষয়।


তুমি কি কিছু শুনতে পাচ্ছো?
আমিও না।
সত্য এরকমই, নিরুত্তর।

ছবি: চিত্রদীপ দাশ