এখানেই বিশ্রাম নিতে নিতে
পর্যটনের সমাপ্তি ঘোষণা
অবেলার শেষ রোদে তবু জলের ওপরে ছবি ভাসে
মাছেরা লাফায় ঢেউ তুলে
আমিও কি মৎস্যকুমার হতে চাই?
জীবনের তুমুল ভাষার ক্রিয়াপদগুলি
অন্তহীন হয়ে ওঠে আর সীমিত সময় ভেদ করে
চলাচল করে পরাজগতের ঠিকানায়
সব সঞ্চয় খুলে খুলে স্মৃতির বালিকারা উজ্জ্বল হতে থাকে
আমি পা ফেলে ফেলে বালির ওপর
ক্রমশ এগিয়ে যাই তাদেরই দিকে…
ছবি: চিত্রদীপ দাশ