গোপনীয়তার নীতি 

ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা শব্দেরা পত্রিকার প্রধান দায়িত্ব ও বাধ্যবাধকতা। এই গোপনীয়তার নীতি শব্দেরা পত্রিকার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের পাঠক, লেখক বা ব্যবহারকারীদের কাছ থেকে সংগ্রহ করা কোনো ব্যক্তিগত তথ্যের ব্যবহারের সঙ্গে সম্পর্কিত অথবা

  • শব্দেরা পত্রিকার যেকোন ওয়েবসাইটের জন্য এই গোপনীয়তা ও কুকিজ নীতি প্রযোজ্য।
  • সোশ্যালমিডিয়া বা অন্যান্য ওয়েবসাইটে শব্দেরা পত্রিকার বিষয়বস্তুর জন্য এই নীতি প্রযোজ্য।
  • মোবাইল ডিভাইস এবং/অথবা অ্যাপ্লিকেশনের (“অ্যাপস”) জন্যও এই গোপনীয়তার নীতি প্রযোজ্য।

উপরে উল্লিখিত সমস্ত পরিষেবাগুলিতে, গোপনীয়তার নীতি তখনই প্রযোজ্য হবে যখন শব্দেরা পত্রিকার বিষয়বস্তু উল্লিখিত পরিষেবাগুলিতে ব্যবহৃত হবে।

যেহেতু শব্দেরা একটি সাহিত্য পত্রিকা এবং এটি বিভিন্ন লেখকের লেখা সংরক্ষণ ও পরিবেশন করে থাকে তাই সেই উদ্দ্যেশে এটি লেখকদের একটি তথ্যশালা তৈরি করতে অনুমতি সাপেক্ষে তাঁদের নিকট থেকে নিন্মলিখিত তথ্য গুলি চাইতে বা নিতে পারে।
এই তথ্যগুলির মধ্যে লেখকের নাম, ইমেইল, ঠিকানা, ফোন নম্বর, প্রোফাইল ছবি, বিভিন্ন প্রকাশনা, শিক্ষাগত যোগ্যতা এবং বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক অ্যাকাউন্টস থাকতে পারে।

শব্দের পত্রিকা তার ব্যবহারকারী/ পাঠকের/লেখকের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানায় এবং সংগৃহীত তথ্য কেবল যে উদ্দেশ্যে নেওয়া হয়েছে, সেই উদ্দেশ্যেই তা ব্যবহারের নিশ্চয়তা দেয়।

ক. শব্দেরা পত্রিকার তথ্য সংগ্রহের পদ্ধতি 

নির্দিষ্ট ব্যবহারকারীর তথ্য সংগ্রহের বিষয়টি নির্ভর করছে তাঁরা কীভাবে শব্দেরা পত্রিকার ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনটি ব্যাবহার করছেন

  • ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশনে লেখা জমা দেবার জন্যে রেজিস্ট্রেশন করলে
  • পাঠক সাবস্ক্রাইব করার মাধ্যমে
  • আমন্ত্রিত লেখকদের কাছ থেকে লেখা এবং সঙ্গে উল্লিখিত তথ্য চাওয়ার মাধ্যমে
  • শব্দেরা পত্রিকার কোনো সাইট অথবা পেজে লগ-ইনের মাধ্যমে  
খ. সংগৃহীত তথ্য প্রকাশের নীতি

ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন পরিচালনার সঙ্গে জড়িতদের ছাড়া শব্দেরা পত্রিকা কোনো ব্যবহারকারীর (লেখক অথবা পাঠক) ব্যক্তিগত উল্লেখযোগ্য কোনো তথ্য কারও কাছে সরবরাহ অথবা বিক্রি করে না।

তবে এটি ব্যবহারকারীর/পাঠকের/লেখকের ব্যক্তিগত তথ্য অভ্যন্তরীণভাবে ভাগ করতে পারে ব্যবহারকারীর/পাঠকদের/লেখকের উদ্দেশ্য বুঝতে বা ব্যাখ্যা করতে যাতে ব্যবহারকারীর/পাঠকের/লেখকের সংখ্যা প্রসারিত এবং সম্পৃক্ততা বাড়ানো যায়।

যেহেতু শব্দেরা পত্রিকা আমেরিকা থেকে পরিচালিত তাই এই দেশের সরকারের আইন মোতাবেক চলতে গিয়ে যদি ব্যবহারকারীদের শনাক্ত করতে হয় এবং ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করতে হয়, তাহলে শব্দেরা পত্রিকা সেটি করতে পারে। যদি ভিন্ন কারণে শব্দেরা পত্রিকার লেখকের/পাঠকের ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে হয়, তাহলে শব্দেরার পরিচালন সমিতি ব্যবহারকারীদের কাছ থেকে এর জন্য সম্মতি চাইবে। শব্দেরা পত্রিকা কোনো আইনি প্রক্রিয়া অথবা কোনো ফোরামে নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্যও এই তথ্যগুলো প্রদান করতে পারে।

সম্ভাব্য অবৈধ কার্যকলাপের তদন্ত, প্রতিরোধ, কোনো ব্যক্তি অথবা শব্দেরা, তার পরিষেবার ও তার পরিচালন সমিতির উপরে সম্ভাব্য ঝুঁকির পরিস্থিতি তৈরি হলে নিজেদের নীতি সমূহ অক্ষুন্ন রাখার স্বার্থে পাঠকদের/লেখকদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে।

তবে উল্লিখিত প্রতিটি ক্ষেত্রেই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য প্রকাশের পরিস্থিতি উদ্ভব হলে শব্দেরা পত্রিকা তা সরবরাহ না করার সর্বোচ্চ চেষ্টা করবে। এর পরেও যদি তথ্য প্রকাশের প্রয়োজন পড়ে তবে যতখানি প্রয়োজন, ঠিক ততখানিই তথ্য প্রকাশ করবে।  

গ. তথ্য সংরক্ষণ  

শব্দেরা পত্রিকা তার নিজস্ব অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের নীতি অনুসারে নির্দিষ্ট সময়ের জন্য লেখকদের/পাঠকদের তথ্য সংরক্ষণ করতে পারবে।লেখকদের লেখা যতদিন শব্দেরায় থাকবে, লেখক ততদিন তার তথ্য গুলি শব্দেরায় রাখতে বাধ্য থাকবেন। লেখক চাইলেই শব্দেরার তথ্যশালা থেকে তাঁর অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন। তবে সেক্ষেত্রে তাঁর সমস্ত লেখা শব্দেরার তথ্যশালা থেকে মুছে ফেলতে বাধ্য হবে। উল্লেখ্য, কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি লাগতে পারে। তবে এর দায়ভার শব্দেরা পত্রিকা নেবে না।

ঘ. বিজ্ঞাপন 

শব্দেরা পত্রিকা ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন বিজ্ঞাপন নির্ভর নয়। ভবিষ্যতে বিজ্ঞাপন নির্ভর হলে শব্দেরা পত্রিকার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশনে অন্তর্ভুক্ত বিজ্ঞাপনগুলি তৃতীয়পক্ষের কোম্পানি এবং বিজ্ঞাপন নেটওয়ার্কগুলির স্বাধীন বিজ্ঞাপন ট্যাগের মাধ্যমে আসে, যা ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে এবং শব্দেরা পত্রিকা অন্য কারো সঙ্গে এই ধরনের তথ্য সংগ্রহ এবং/অথবা শেয়ার করার জন্য দায়ী থাকবে না। শব্দেরা পত্রিকায় প্রদর্শিত হতে পারে এমন কোনো বিজ্ঞাপনের কোনো বিষয়বস্তুর ফলে যে ঘটনা ঘটতে পারে তার জন্য শব্দেরা পত্রিকাকে দায়ী করা উচিত নয়।

ঙ. তৃতীয় পক্ষের বিজ্ঞাপন ও লিংক

শব্দেরা পত্রিকার বিবেচনার ভিত্তিতে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন তৃতীয়পক্ষের পরিষেবা বা পণ্যগুলির বিজ্ঞাপন প্রদর্শন বা অনুমতি দিতে পারে যাদের স্বতন্ত্র গোপনীয়তা রয়েছে। শব্দেরা পত্রিকা বিজ্ঞাপন সামগ্রীর বিষয়বস্তু, তার ভুল এবং অযথার্থতার জন্য কোন দায় স্বীকার করবে না। শব্দেরা পত্রিকার ওয়েবসাইট বা বিষয়বস্তুর লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারীদের একটি পৃথক লিঙ্ক, অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে স্বাধীন অ্যাক্সেসের কারণে কোনও তথ্য ফাঁস হওয়ার ক্ষেত্রে পত্রিকা কোনও দায় নেবে না।

চ. কুকিজের ব্যবহার 

যেহেতু শব্দেরা পত্রিকার দ্বারা তথ্য সংগ্রহের প্রক্রিয়াটি কুকিজের উপর ভিত্তি করে নয় সেহেতু এটি ব্যবহারকারীর ব্যক্তিগত হতে পারে এমন কোনো তথ্য কুকিজ সংরক্ষণ করে না। আবার শব্দেরা পত্রিকা ওয়েবসাইটের সঙ্গে যুক্ত কোনো তৃতীয়পক্ষ কুকিজের মাধ্যমে তথ্য সংগ্রহ করলে তা নিয়ন্ত্রণও করে না। সুতরাং, তৃতীয়পক্ষের ওয়েবসাইটে প্রবেশের আগে ভালোভাবে দেখে নিন।

ছ. অবস্থান ও ক্রয়-সম্পর্কিত তথ্য

সুনির্দিষ্ট পাঠকের কাছে শব্দেরাকে পৌঁছে দিতে এবং প্রচারের জন্য শব্দেরা পত্রিকা বিভিন্ন মাধ্যম থেকে ভবিষ্যতে পাঠকের তথ্যসংগ্রহ করতে পারে। সেই ক্ষেত্রে শব্দেরার ওয়েবসাইটে পাঠকের প্রবণতা বৃদ্ধি ও শনাক্ত করতে ভবিষ্যতে গুগল অ্যানালাইটিকসসহ বিভিন্ন মাধ্যম থেকে তথ্য নেওয়া হতে পারে। যদি আপনি প্রদর্শিত বিজ্ঞাপনগুলি এড়িয়ে চলতে চান তবে আপনি গুগল অ্যানালাইটিকস থেকে বেরিয়ে যেতে পারেন এবং গুগলের সরবরাহ করা বিজ্ঞাপন সেটিংস ব্যবহার করে গুগল ডিসপ্লে নেটওয়ার্কের বিজ্ঞাপনগুলো কাস্টমাইজ করে নিতে পারেন।

জ. পাঠকের সঙ্গে শব্দেরা পত্রিকার যোগাযোগ

লেখকদের/পাঠকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শব্দেরা পত্রিকার পরিচালন সমিতি ইমেইল, ফোন বা এসএমএসের মাধ্যমে অন্যান্য লেখকদের সঙ্গে যোগাযোগ করতে পারে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট পার্টি ভবিষ্যতে আর যোগাযোগ না চাইলে, শব্দেরার পক্ষ থেকে পরবর্তী সময়ে যোগাযোগের চেষ্টা করা হবে না । তবে শব্দেরার নাম করে কোনো তৃতীয়পক্ষ কোনো লেখা চাইলে শব্দেরার পরিচালন সমিতি তার দায়ভার বহন করবে না।

ঝ. আমেরিকা বাইরে থেকে শব্দেরা পত্রিকার অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট ব্যবহার

আমেরিকার বাইরে থেকে শব্দেরা পত্রিকার অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটে প্রবেশের ক্ষেত্রে ব্যবহারকারী/ পাঠকদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রেও একই শর্তাবলি ও গোপনীয়তার নীতি প্রযোজ্য হবে।

ঞ. সরকারি আইন 

শব্দেরা পত্রিকার গোপনীয়তার নীতি এবং ব্যবহারকারীর সঙ্গে এর সম্পর্ক পরিচালনার নীতিগুলো আমেরিকার (USA) সংবিধান এবং আইন অনুসারে তৈরি করা হয়েছে। তথ্য বা তারিখের ব্যবহার, সঞ্চয় , প্রকাশ, ফাঁস বা প্রচার সংক্রান্ত কোনও বিরোধ শুধুমাত্র উত্থাপন করা যেতে পারে আমেরিকার আদালতের সামনে যার এই বিষয়ে একচেটিয়া এখতিয়ার থাকবে। জাতীয়তা, অবস্থান, বাসস্থান বা ব্যবসায়ের স্থান যাই হোক না কেন, শব্দেরা পত্রিকার ওয়েবসাইটে যিনিই প্রবেশ করবেন বা এর অ্যাপ্লিকেশন বা সেবা যিনি ব্যবহার করবেন, তাঁর জন্যই এই পুরো গোপনীয়তার নীতি প্রযোজ্য হবে।

ট. গোপনীয়তার নীতি পরিবর্তন

গোপনীয়তার নীতিতে যেকোনো সময় শর্ত সংশোধন, পরিবর্তন বা বাদ দেওয়ার অধিকার রাখে শব্দেরা পত্রিকা। তবে এই ক্ষেত্রে পরিবর্তিত নীতি অবিলম্বে ওয়েবসাইটে আপলোড বা আপডেট করা হবে। যেকোনো পরিবর্তনের পর আমাদের পরিষেবা ব্যবহার অব্যাহত রাখার অর্থ হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি সেই পরিবর্তনগুলিকে স্বীকার করেন এবং এই পরিবর্তনগুলো মেনে চলতে বাধ্য৷ আমরা লেখকদের/পাঠকদের পর্যায়ক্রমে এই নীতিটি পরীক্ষা করতে এবং পর্যালোচনা করতে পরামর্শ দিচ্ছি যাতে তাঁরা সর্বদা জানতে পারেন যে আমরা কোন তথ্য সংগ্রহ করি, আমরা কীভাবে এটি ব্যবহার করি এবং কার সঙ্গে আমরা এটি ভাগ করি।

ঠ. সংযোগ-বিচ্ছিন্নের পদ্ধতি 

যদি কোনো সময়ে ব্যবহারকারীরা আমাদের কাছ থেকে বিপণন তথ্য সম্বলিত ইমেইল না পাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে সংশ্লিষ্ট ব্যবহারকারী মেইলটি আন-সাবস্ক্রাইব করতে পারবেন। এর জন্য এই ধরণের প্রতিটি মেইলের নিচেই আন-সাবস্ক্রাইব অপশনটি থাকবে। ব্যবহারকারীরা যদি ওয়েবসাইটে থাকা নিবন্ধিত অ্যাকাউন্টটি রাখতে না চান তবে ব্যবহারকারী সরাসরি লগ-ইন করে অ্যাকাউন্টটি মুছে ফেলতে পারেন অথবা নিম্নলিখিত ঠিকানায় একটি ইমেল পাঠিয়ে অ্যাকাউন্টটি বাতিল করতে পারেন।  

বাতিল করার ইমেইল: unsubscribe@shabdera .com