জীবনের জলছবি
5/5 - (2 votes)

অভিনন্দা মুখোপাধ্যায় এর ছবি

মরীচিকা অতীতে পড়ে আছে।
কত ঋণ আজও তার কাছে!
কত কথা ফিরে আসে রোজ
চাষবাস। পানের বরোজ।
কত কথা বধিরতা কত
অতলান স্মৃতিদের মতো।
মরদেহ মেঘের ভিতরে
রূপসীর বৃষ্টি হয়ে ঝরে
একই সাঁঝে কর্কট রোগে
কে কাঁদে কাহার বিয়োগে!
বিয়োগে বিয়োগে হয় যোগ?
অঙ্ক শেখে ভোরের মোরগ।

ছবি : অভিনন্দা মুখোপাধ্যায়