জন্ম ১৯৭৩ সালের ১৪ আগস্ট।
পেশা অধ্যাপনা। বিষয়: ইংরেজি ভাষা ও সাহিত্য।
ছোটবেলা থেকেই লেখালেখির শুরু। প্রকাশিত কবিতার বই : 'তবুও প্রবাসে যে', রত্নাবলী, কলকাতা, ১৯৯৪। 'মৌন কোনো নীল', ঐ, ১৯৯৯। 'আজও সে প্রপাত', কৃত্তিবাস, কলকাতা, ২০১১।
বাংলার পাশাপাশি ইংরেজিতেও লেখেন। ইংরেজি ও রুশ থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে বিভিন্ন সময়ে অনুবাদও করেছেন।