উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর এবং বিএড। কিছুদিনের শিক্ষকতা শেষে প্রবাসে পাড়ি। গত চব্বিশ বছর ঠিকানা নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র। পেশায় মন্তেসরি শিক্ষিকা।
শিকড়ের টানে কমিউনিটির বিভিন্ন ভলেন্টারি কাজের পাশাপাশি বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলা স্কুলে পড়ানো, নাটক লিখে বাচ্চাদের দিয়ে নাটক করানো এবং নিজেও অভিনয় শুরু করেন। ২০০৮ সালে রুমকী ছদ্মনামে ব্লগ লেখার সূচনা। ২০১০ থেকে বিভিন্ন নিউজ মিডিয়া যেমন সানন্দা, আজকাল, আনন্দবাজার;
প্রিন্টেড লিটল ম্যাগাজিন যেমন প্রতিভাস, উত্তরভাষা, মধ্যবর্তী এবং ব্লগম্যাগাজিন বাংলালাইভ, ক্ষেপচুরিয়াস, ইত্যাদিসহ আমেরিকার বিভিন্ন ম্যাগাজিন; বাংলাদেশের চার্বাক এবং আরো অন্যান্য শারদীয়াতে ছোটোগল্প, অণুগল্প, কবিতা, মুক্তগদ্য, প্রবন্ধ, নিয়মিত প্রকাশিত হয়।