আগুন
5/5 - (2 votes)

চিত্রদীপ দাশের

আজকাল জীবন আর যাপনের
অলিগলিতে ঝুলে থাকে
এক অবিনশ্বর তন্দ্রা
মধ্যবর্তী আলো ও অন্ধকারে
তামাদি হয়ে যাওয়া দুঃখগুলোও
কেমন যেন নড়ে চড়ে খেলা করে
তবু ফিনিক্স হয়ে উঠতে চেয়ে
এভাবেই ভালবাসার ভেতর
আমি আগলে রাখি আমার
আগুন পালকের যাবতীয় দহন

ছবি : চিত্রদীপ দাশ