জন্ম ১৪ মার্চ ১৯৫১। বোলপুর। বীরভূম। ভারত। পৈতৃক ভিটে বাংলাদেশের ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দুলালি গ্রামে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে এম এ, বি-এড। দীর্ঘদিন লেখালেখি করেও সেভাবে পরিচিতি ঘটেনি। এখন অবশ্য বিশিষ্ট গল্পকার এবং ঔপন্যাসিক হিসেবে খ্যাতি ছড়িয়ে পড়েছে । বিভিন্ন ক্ষুদ্র পত্রপত্রিকা, রবিবাসরীয় আনন্দবাজার, শারদ সানন্দা প্রভৃতি পত্রিকায় গল্প ও উপন্যাস প্রকাশিত হয়েছে। আনন্দমেলায় শিশুদের জন্য 'বিড়ালের থাবা'র মতো অসামান্য ভূতের গল্প লিখেছেন। আপাতত গ্রন্থসংখ্যা তিরিশ! ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, ভ্রমণসাহিত্য, শিশুসাহিত্য, নাটক, প্রবন্ধনিবন্ধ, গণসংগীত সাহিত্যের প্রায় সব শাখাতেই কলম চালিয়েছেন। ভাঙনের শব্দ, জলপাহাড়, ভূমিতল, গৌড়েশ্বর, সংশোধনাগর থেকে বলছি, বনজোছনায় জারোয়ারা প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কালজয়ী 'টোপ' গল্পের মতো অঞ্জন সেনগুপ্তের টোপ গল্পটিও একটি অসাধারণ গল্প। মিথআশ্রিত 'ধনকুদরা' বাংলা গল্প সাহিত্যের ধারায় এক নতুন সংযোজন। মালদা জেলায় কেটেছে জীবনের সিংহভাগ। রাষ্ট্রীয় সাধারণ বীমাশিল্পে উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। বর্তমানে থিতু হয়েছেন লেকগার্ডেন্স, কলকাতায়