অরিন্দম বসু

অরিন্দম বসু

জন্মসূত্রে ডুয়ার্সের আলিপুরদুয়ারের স্থায়ী বাসিন্দা। বিজ্ঞানে স্নাতক ও শিক্ষকতায় যুক্ত… নব্বইয়ের দশকে সংবাদপত্রে কুট্টির কার্টুন, আনন্দমেলায় টিনটিন, ইন্দ্রজাল কমিকস্ আর পূজাবার্ষিকীতে দেবাশীষ দেবের হাত ধরে রেখাচিত্র, রং তুলির প্রতি ভালোবাসার শুরু। ক্রমে সময়ের সাথে সাথে মাধ্যমের পরিবর্তন ও পরিবর্ধন ঘটে, ডিজিটাল আর্টের জগতে SKETCHMAN নামে পরিচিত। বিশ্বাস করি অনেক শেখা বাকি, তাও এত বছর পরেও ছবি আঁকার মতো আনন্দ আর কিছুতে পাইনা।