রুদ্রশংকর

রুদ্রশংকর

কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান হুগলি জেলায় বেড়ে ওঠা রুদ্রশংকরের লেখালিখি শুরু নব্বুয়ের দশকে। ভারত-বাংলাদেশের উল্লেখযোগ্য পত্রপত্রিকায় ও কবিতা সংকলনে লেখা প্রকাশিত হয়েছে। আমেরিকার এমোরি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে জড়িত থাকায় বর্তমান নিবাস আটলান্টা। মলিকুলার বায়োলজী ও জিনোমিক্সে উচ্চতর গবেষণার স্বিকৃতী হিসেবে তরুণ বয়সেই পেয়েছেন সাতটি আন্তর্জাতিক পুরস্কার, একাধিক দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস থেকে প্রকাশিত ‘জিনোম বায়োলজি এন্ড ইভোলিউশন’ জার্নালে সম্পাদনার দায়িত্ব। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘নেচার’ সহ অন্যান্য উচ্চমানের জার্নালে। বিজ্ঞান চর্চার পাশাপাশি কবিতাতেও রয়েছে স্বকীয়তা। ছন্দ নিয়ে খেলা করতে ভালবাসেন ও সাবলীলভাবে ছন্দ ভাঙতে জানেন। স্বাভাবিক ছন্দময়তার কারনে অনেক কবিতা সুরারোপিত হয়েছে। প্রকাশিত ও মঞ্চস্থ হয়েছে একাধিক কাব্যনাটক। শিশু-কিশোরদের জন্য ছড়াও লিখেছেন। পেয়েছেন ভাষানগর পুরস্কার, কবিতা আশ্রম প্রদত্ত কবি বিকাশকুমার সরকার স্মৃতি পুরস্কার, বই-পার্বণ সম্মাননা ইত্যাদি। তাঁর কবিতা অবলম্বনে নির্মিত গানের জন্য ২০২০ সালে পেয়েছেন মিরচি মিউসিক এ্যাওয়ার্ড। প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা দশ। শখ : ঘুরে বেড়ানো, গান শোনা, আড্ডা মারা