শামীম রেজা

শামীম রেজা

জন্ম ৮ মার্চ ১৯৭১। বরিশালের ঝালকাঠি জেলার কাঁঠালিয়ার জয়খালি গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘নিম্নবর্গের মানুষ : বাংলাদেশ ও পশ্চিম বাংলার কবিতা-তুলনামূলক আলোচনা’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ডিসেম্বর ২০১১ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতার কাজে নিযুক্ত। প্রকাশিত কাব্যগ্রন্থ—'পাথরচিত্রে নদীকথা', 'নালন্দা, দূর বিশ্বের মেয়ে', 'যখন রাত্তির নাইমা আসে সুবর্ণনগরে', 'দেশহীন মানুষের দেশ' ইত্যাদি। 'যখন রাত্তির নাইমা আসে সুবর্ণনগরে' কাব্যগ্রন্থের জন্য ২০০৭ সালে পেয়েছেন 'কৃত্তিবাস' পুরস্কার। কবিতা ছাড়াও কথাসাহিত্য ও প্রবন্ধ রচনায় সুখ্যাতি অর্জন করেছেন।