শুভাঙ্গী মুখার্জী

শুভাঙ্গী মুখার্জী

সপ্তদশী শুভাঙ্গী মুখার্জী ( তন্বী ) কলকাতার মেয়ে। ২০২৪ - ICSE পরীক্ষায় সর্ব ভারতীয় স্তরে পঞ্চম স্থানাধিকারী। পড়াশোনার পাশাপাশি কত্থক নাচ আর ছবি আঁকা ওর খুব পছন্দের। ছবি আঁকার ধারাবাহিক কোনো তালিম না থাকলেও পড়াশোনার মধ্যে ওটাই ওর বিনোদনের অঙ্গ। আর এর সঙ্গে চলে ছোট ভাই এর সঙ্গে খুনসুটি। বড় হয়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে শুভাঙ্গী আর স্বপ্ন দেখে একজন সংবেদনশীল মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবার।