সুদীপ চক্রবর্তী

সুদীপ চক্রবর্তী

জন্ম ২৭ মে,১৯৮১-শান্তিপুর, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত। লেখালেখির শুরু ১৯৯৩ থেকে। প্রকাশিত কাব‍্যগ্রন্থ: সন্ধেবেলার হিন্দিগান(২০০৫), প্রেমের সাইজ বত্রিশ(২০১১), বৃষ্টি মাথায় আমরা দেবদাস(২০১৪), মেঘ আমাদের সমর্থন করেছে(২০১৫), নিজেই লিখে চলা সর্বনাশ(২০২৩)। পুরস্কার ও সন্মাননা: ১. শ্রীপতি দাস স্মৃতি সন্মান ২. সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি কৃত্তিবাস পুরস্কার ৩. জুনিয়ার রিসার্চ ফেলো( সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার ) ৪. সাহিত্য অকাদেমি যুবা পুরস্কার।

শপথ

চিত্রদীপ দাশের ছবি

বুকের পাঁজরে রাখা লাল-নীল ছবি
একদিন ঠিক বড়ো হবে তুই,
মেঘের পরিবার চেনাই তোকে
চিনে রাখ অনন্ত শোক।
জীবন ভেসে যাবে যেন নদী
দূকুল ছাপিয়ে …

আরো পড়ুনশপথ