শেষমেষ বৃষ্টি নামলো
ছাদ নেই
চিলেকোঠা, মাঠ, তালবাগান
পদ্মদীঘি – এসব কিছুই নেই
তবুও জানালা আছে
জানালার গ্রিল
শহরের রাস্তারা
সোদা গন্ধ
ভেজা মৌসুমী
ট্র্যাফিক …
জন্ম ১৯৭২ - জামশেদপুর, বিহার, ভারতে। আদতে চিত্রকর। কবিতা তার ঘুমহীন রাতের সঙ্গী। দেশ দুকূল ভাষানগর বাতায়নে ও দেশ বিদেশের ছড়িয়ে থাকা পত্রিকায় অনিয়মিত ভাবে প্রকাশিত। স্বপ্ন দেখেন কৃতি অভিনেতা হওয়ার। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র সরকারে অর্থনীতির গবেষক। সিন্সিনাটি থাকেন স্ত্রী কন্যার সাথে। তার দুটি প্রকাশিত কাব্যগ্রন্থের নাম 'ঘর খোঁজা সন্ধ্যারা' ও ' আমি ইন্দুবলার প্রেমে পড়েছি'
তাপস রায়ের ছবি
…
আরো পড়ুনতাপস রায়ের ছবি