জয়া মিত্রের গল্প : সমাজ প্রগতি ও রাষ্ট্রীয় সন্ত্রাসের দলিল

সময়ের অসমান্তরাল বিন্যাসকে বিবিধ ভঙ্গিমায় জানান দিয়েছেন জয়া মিত্র (১৯৫০)। অতীত ও ঘটমান বর্তমানের প্রবাহমান সত্যকে নিজস্ব কায়দায় জানান দেবার অভিপ্রায়ই তাঁর গল্পবলয়কে স্বতন্ত্র করে তুলেছে। সময়ের নানাবিধ একক, সময়ের সঙ্গে প্রবাহিত বাস্তবের বহুমাত্রিক রূপান্তরকে কেন্দ্র করে তিনি আখ্যানভুবন সাজিয়েছেন।…