একটি কবিতা
5/5 - (2 votes)

অদ্রীশ সিংহের ছবি

অসমাপ্ত ব্যঞ্জনের দিকে উড়ে গেছে স্বরবর্ণগুলো
লবণরহিত জেনে দাও তারে দু’ চিমটি কৃপা
আঁধারে ডুবেছে আজ গানের উপত্যকা
কাছে আসা তারাটির মৃদুস্বর, কথকতা
আবার ফেরালো বৃষ্টিদিন, লঞ্চঘাট
ভরন্ত নদীর বুকে জলের আঁচল
অহেতুক কেঁপে কেঁপে ওঠে …

ছবি : অদ্রীশ সিংহ