ইদানীংকালের ভাবনা
5/5 - (1 vote)

চিত্রদীপ দাশের ছবি

ইদানিংকালের ভাবনারা সব
এক চিলতে সবুজ ঘাসের জন্য
দড়ি-ছেঁড়া গরুর মত,
এর তার বেড়া ভেঙে ঢুকে পড়ে
তারপর—
হাল্লারা নিয়ে যায় খোঁয়াড়ে।
অথচ আমি জানি,
একদিন ঠিক
সমস্ত হাল্লার চোখ ফাঁকি দিয়ে
সমস্ত আগাছার জঙ্গল পেরিয়ে
তোমার সবুজ প্রান্তরে ঢুকে পড়বো।
তারপর—
এক চিলতে ঘাসের বদলে।
আমার ভাবনায় তখন
নিশ্চিন্ত সবুজের সমারোহ।

ছবি : চিত্রদীপ দাশ