অষ্টাদশী অভিনন্দা মুখার্জী মনোবিজ্ঞান স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্রী। থাকেন পশ্চিমবঙ্গে। সৃজনশীল কাজকর্ম, অভিনয়, নৃত্য ইত্যাদি তাঁর বিশেষ পছন্দ। চিত্রকলা, কবিতা, সঙ্গীত ইত্যাদির মাধ্যমে নিজেকে প্রকাশ করতে চান অভিনন্দা। অবসরে কেক, বিস্কুট ইত্যাদি তৈরি করতেও ভালোবাসেন