একটা মানুষ তার সবকিছু ছেড়ে চলে যায়
সবকিছু ফেলে কেন হারিয়ে যায় একা?
তৃষ্ণা ছিল জীবনের, মোহ ছিল কাম ছিল
খুঁজে পাওয়ার মতো রাস্তাও তো ছিল একাধিক
তবে কি ছিল না তেমন বন্ধু বা প্রতিবেশী, গ্রাম
এতটা হাঁটার পর একান্ত আশ্রয়?
নীরব কথার পর আগুন জ্বালিয়ে বসার কেউ কি ছিল না?
লোকটা কিন্তু ঝুঁকি নিয়ে কখনও হাঁটেনি
নীতির পক্ষেও করেনি জোরালো সওয়াল
লোকটা আসলে একেবারে সাদামাটা একটা লোক
অফিস করেছে আর মাথা গুঁজে দিয়েছে সংসারে
বুঝেছে অগাধ ক্লেদ আর অভ্যাস নষ্ট করে দেয়
সম্পর্কের মহার্ঘ বিদ্যুৎ!
ছবি: সৈকত মাইতি