প্রাণের উত্তাপে
5/5 - (1 vote)

মাঠ ঘাট পার হয়ে বৃষ্টির ছুটে আসা দেখে
তোমার উল্লাসপটচিত্র মনে আসে
ফুটে ওঠে অজস্র বাতাবি ফুল যেরকম
বর্ষা আগমনে।
তুমি ফুটে ওঠো – তুমি ছুটে যাও,
তোমার পায়ের চিহ্ন পদাবলী কীর্তনের সুরে
ভেসে যায় সারা পাড়া জুড়ে
হিরণ্যশান্তির অবকাশে।

অদ্রীশ সিংহের ছবি

মানুষের রক্ত-ক্ষোভ সম্পূর্ণ হয়েছে
ঝরে গেছে আগত দিনের সূর্যেরা
যেমন বাতাস এসে নিভিয়েছে,
জ্বলেছে আবার – তুমি ছোটো
জলের উত্তাপে স্থির দিঘিটির মতো
মিলে যাক উজ্জ্বল স্রোতের আকাঙ্ক্ষারা
বেদনার বিমর্ষ গাথায় পরম্পরা ধরে
ঝুলে থাক নিরালম্ব মেঘে, বজ্রের ভীষণে –

নিরুত্তাপ বেঁচে থাকা নিরুত্তাপ মরণের চেয়ে
এই ভালো জুড়ে থাকা প্রাণের উত্তাপে।

ছবি : অদ্রীশ সিংহ