পৃথিবীর সহজতম কবিতা
5/5 - (4 votes)

ঘরে ফেরার কোনো তাড়া নেই
কার জন্য তাড়া ?
দরজা খোলার জন্য
কেউ তো অপেক্ষায় নেই
কত মানুষের ঘরই নেই
রাজহোটেলে ভাত খেয়ে
অনিচ্ছায় ঘরে ফিরব
আয়নার সামনে দাঁড়িয়ে থাকা
আমারই মতো
একজন মানুষকে দেখে হাসি পাবে
অশ্রুও পাবে দু’এক ফোঁটা…

উর্বি ইসলামের ছবি

ভেতর থেকে দরজা বন্ধ করে
শুয়ে পড়ব
বিছানায় পাশ ফিরব ১০৮ বার
তারপর ঘুমিয়ে পড়ব একা একা
ফোঁটা ফোঁটা লালচিহ্নে
ফুটে উঠবে অশোকগুচ্ছ
অ্যাডেনিয়াম
পৃথিবীর সমস্ত অভিমান
দরজা থেকে ফিরে যাবে

ছবি : উর্বি ইসলাম