জন্ম: মালদা, পশ্চিমবঙ্গ, ভারতে। বাল্য, ছাত্র ও কর্মজীবনে জড়িয়ে আছে চন্দননগর, মালদা, কলকাতা, আলিপুরদুয়ার, কোচবিহার ও শিলিগুড়ি শহরের স্মৃতি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্রে অধ্যাপনার সূত্রে বর্তমানে শিলিগুড়ি শহরের বাসিন্দা। নিগূঢ় পাঠ ও পাঠদানের মধ্যে দিয়ে গড়ে উঠেছে নিজস্ব এক দর্শন, যা প্রকাশ পায় তাঁর কবিতা ও প্রবন্ধে। গল্প লিখেছেন কদাচিৎ। প্রকাশিত কবিতা ও প্রবন্ধের বই প্রায় ডজন খানেক।