শপথ
অনুগ্রহ করে এই লেখাটির মূল্যায়ন করুন

চিত্রদীপ দাশের ছবি

বুকের পাঁজরে রাখা লাল-নীল ছবি
একদিন ঠিক বড়ো হবে তুই,
মেঘের পরিবার চেনাই তোকে
চিনে রাখ অনন্ত শোক।
জীবন ভেসে যাবে যেন নদী
দূকুল ছাপিয়ে ঢুকে আসে গ্রামে
এখানে মানুষ বড়ো শক্ত
কাঁদিনি একফোঁটা কখনও আমি
তবুও আষাঢ়ের বৃষ্টি হয়ে নামে।
কী চেয়েছি তোমার কাছে, ভর সন্ধেবেলা,
সব কষ্ট ভুলে যাই, হাতে নিই বিষের পেয়ালা।
ভালবাসা তাও কি তোমার মতো প্রবেশের পথ
ভুলে গেছি! ভুলে গেছি! কী ছিল আমার শপথ।

ছবি: চিত্রদীপ দাশ