যেভাবে আমরা দীপশলাকাকে
দেশলাই করে নিতে পারি,
যেভাবে দ্বিপ্রহরকে করে নিই দুপুর,
সেভাবেই আমরা রবীন্দ্রনাথকে
করেছি রবিঠাকুর।
এর নাম ভালোবাসা,
এর নাম আপনবোধ।
আমাদের দিনে-দীনতায়,ক্ষণে-ক্ষতে,
কোমল গান্ধারে, আহির ভৈরবে
শেষ-পর্যন্ত তুমিই, ঠাকুর !
সমস্ত পারাপারের তুমি সাঁকো !
অবাক-আবিষ্কারে ঋদ্ধ রাখো !
যেখানে সুখ দুঃখ কিছুই নেই —
সেই মধ্যবর্তী শূন্যতায়ও
তোমার বিরাজ, ঠাকুর !
প্রাণ তো সবার থাকে, আমারও ছিল
তুমি তাতে ভরে দিলে গান।
যাপনের রোদ্দুরে তাই
বকুল ফুলের মতো ঝরে পড়ে সুর।
যখন ব্যক্তি নই সমাজ নই —
মধ্যরাতের সেই মধ্যবর্তী পূর্ণতায়ও
তোমার বিরাজ, ঠাকুর !
ছবি : অদ্রীশ সিংহ