১
দেখো আলো আবছায়া দিন
সন্ধি এলো, কারও সাথে
সমাস এলো, কারও সাথে
এলোইবা !
প্রকৃতির মতো খুঁজে নাও তাকে
#
যে তোমায় বোঝে আত্মজন
প্রকৃতির মতোন …
২
দুজনের প্রাণের কথা
প্রাণেতে গেল রয়ে…
আমাদের আত্মার আলাপ
বৃথাই কি যাবে ক্ষয়ে !
৩
কে আমার পড়শি বলো !
কোথায় আমার দেশ ?
ভাটির টানে উজান বেয়ে
চলেছি নিরুদ্দেশ …
ছবি : চিত্রদীপ দাশ