আচ্ছা হাতে গুণে বলুন তো
স্বার্থহীন কটা ভালোমানুষ
কে আপনি চেনেন ?
মানুষের সংখ্যা বৃদ্ধি হয়েছে ঠিকই
ভালো মানুষের সংখ্যা কিন্ত বাড়েনি।
তাই পাড়ায় পাড়ায় গাছ লাগিয়েও
উপকার কিছুই হয়নি।
তবু বিশ্বাস করুন-
সব মানুষ খারাপ হতে পারে না।
এখনও কিছু ভালো মানুষ আছে
যারা নিজেদের মতন করে বাঁচে
খবরকাগজের প্রথম পাতা পড়ে-
চায়ের কাপে ঠোঁট পোড়ায়
গলদঘর্ম হয়ে বাসে অফিস যায়
ফেরার পথে সব্জি কিনে বাড়ি ফেরে
বাজারে দরাদরি করে কুঁচো মাছ কেনে
সাদা পৃষ্ঠার মতন স্বচ্ছ
তারা ভালোবাসতে জানে
আপনার আমার কথা ভাবে
নিজের কথা ভাবেই না।
কতটা পেলে তবে লাভ ,
কতটা না পেলে ক্ষতি
ব্যাঙ্কের কিস্তির মতন
হিসাব কষে না।
এদেরই বোধহয় ঈশ্বর বলা হয়।
ছবি: চিত্রদীপ দাশ