নাভিতে কুণ্ডলী পাকিয়ে যে সাপ
তার পাঁচ পাঁচটা মাথা।
তুমি তাকে সামলে রাখো নিজেই জানো না।
শোন বলি, সাঁপুড়ে হয়েছ আর বাঁশির খবর
তুমি রাখবে না কেন?
বামদিকে হেলে গেলে বিষ নেই এমন ভেবেছ?
সব ভুল।
শুধুই বামদিকে হেলে থাকতে পারে না কখনও
কেউ ডানে ফেরে, হেলে দুলে যায়।
ডাইনে ফিরলেই কিন্তু কালনাগ
মনে রেখ।
তুমি বাঁশি নিয়ে বাজাবে না? জগদ্দল
বসে থাকবে নাকি?
ডাঁয়ে-বাঁয়ে বাজাতে বাজাতে শুধু
মনে রেখো
ভারসাম্য, ভারসাম্য শূন্যের, সাপের, মনপাখি।
ছবি: অদ্রীশ সিংহ